সে একটা মিডল ক্লাস

১.
মিডল ক্লাস মিডল ক্লাসের স্বার্থ দেখবে না? মিডল ক্লাসের অপমান বোধ একটা বাস্তব বিষয়। বিপ্লবের আগে তো এই জিনিস থিকা তারে বাইর করা যাবে না।

বা, মিডল ক্লাস মানেই তো মিডল ক্লাসের স্বার্থই সে দেখবে।

তো তারে আপনি সমালোচনা করবেন কেমনে? কোন পয়েন্ট থিকা?

পয়েন্ট একটা দরকার। সেইটা প্রলেতারিয়েতের পয়েন্ট না।

কথা হইল আপনিই বা কী কারণে মিডল ক্লাসের লগে আলাপ চালাইবেন? যারে খতম করাই আপনার কর্তব্য।

সেই খতম নিশ্চয়ই আলাপ করতে করতে না?

২.
আসলে আলাপ করতে করতেই। মিডল ক্লাসের হিপোক্রিসি, দুই নাম্বারিগুলি, ইতরপনাগুলি সামনে নিয়া আসতে হবে।

তবেই মিডল ক্লাস বুঝতে পারবে সে একটা মিডল ক্লাস।

গালিটার সমান তারে হইতে হবে। সে যাতে বুঝতে পারে পৃথিবীতে সে একটা মিডল ক্লাস হইছে।

সে আসলে একটা নির্লজ্জ বেহায়া মিডল ক্লাসই হইছে শেষ পর্যন্ত।

১৮/৫/২০১৬

Leave a Reply