সৈয়দ শামসুল হক ও পাকিস্তান থেকে বাংলাদেশ

১৯৭১ সালে বা তার আগে সৈয়দ শামসুল হক সহ আরো অনেক লেখক-সাহিত্যিক পাকিস্তান সরকারের পক্ষে কী কী বক্তব্য দিছিলেন বা কার কার নামে কবিতা লিখছিলেন তা আদৌ সমালোচনার বিষয় নয়।

তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের পক্ষে ছিলেন কিনা বা আছেন কিনা তাই দেখার বিষয়।

পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী লোক যারা ছিলেন তারা বাংলাদেশের অভ্যুদয়ের পরে তাদের মত পরিবর্তনের সুযোগ পাইবেন, এইটা খুবই স্বাভাবিক ঘটনা।

দেখতে হবে সেই লোক সকল যুদ্ধাপরাধী ছিলেন কিনা।

পাকিস্তানের পরাজয়ের কারণে যারা পাকিস্তান ত্যাগ কইরা বাংলাদেশের পক্ষে আসছেন তাদের প্রতি বৈরী আচরণের কোনো কারণ নাই।

যুদ্ধে বিজয় প্রতিশোধ গ্রহণের যাবতীয় পথ রুদ্ধ কইরা দেয়।

২৮/৯/২০১৬

২৮/৯/২০১৬

Leave a Reply