ডুয়িং জাতিপ্রেম : ) উইথ অর উইদাউট মানি। হি হি!

৯০ বা ৫০ কোটি টাকা খরচ কইরা জাতীয় সঙ্গীত গাওয়াইলে তাতে দেশপ্রেম আদৌ কমে না। বাড়েই বরং একটু।

দেশোদ্ধারে টাকা খরচের ফান্ডখানি কি কেবল সোনার বাংলা গীতিযজ্ঞ তহবিল থিকাই নিতে হইব নাকি?

আর্মিদের পিছনে টাকা ঢালা, বেহুদা অস্ত্র কিনা, বিদ্যুৎ ও অন্যান্য লুটপাটের মহাযজ্ঞগুলার ব্যাপারে স্রেফ আন্ধা থাইকা কেবল জাতীয় সঙ্গীতের তহবিলের থিকা দেশোন্নতির চিন্তা একান্তই পেটি দেশপ্রেমমূলক চিন্তা। এই ধরনের চিন্তাকারীরা দেশপ্রেমের নফল নামাজ আদায় করতে চান।

আর জাতীয় সঙ্গীত এই দেশে অতি এগ্রেসিভ ক্ষুদ্র জাতি দমনকারী দেশপ্রেমের গান। তা দিয়া দেশপ্রেম নয় বরং জাতিপ্রেম বা ভাষাপ্রেম দেখানোই হইতেছে। তা দেখাইতে ৯০ কেন ৯০০ কোটিও খরচা করন যায়।

২.
জাতিগর্ব ভয়ঙ্কর। টাকা দিয়া করলে তাতে ত্রাসের পরিমাণ কমে।

যেসব দেশ না খাইয়া পারমাণবিক বোমা বানায় তাদের দেশপ্রেম বেশি বইলাই তারা না খাইয়া থাকে।

হা হা, টাকা দিয়া আর টাকা না দিয়া দেশপ্রেম। আহা রে, জাতিগর্বীদের দেশপ্রেম রে!

২৫/৩/২০১৪

Leave a Reply