তোমার ধন কোথায় লুকাইয়া রাইখা এই শীতের কুয়াশায় গরিব মানুষ তুমি দেখতে আসলা পুরানা কাপড় হাতে!

আমার বাসায় আইসা যখন কোনো খানকির পোলা এনজিও বা জিন্স-টপ বা সানগ্লাস পরা ফ্যাশনেবল পোলাপাইন গরম কাপড় দান করতে চায় — যা হবে, যে খুশি যখন যাদের দরকার তাদের গরম কাপড় দিতে যায় তখনও ব্যাপারটা তাই ঘটে।

কী উদ্দেশ্যে দেয়, তাতে কত প্রাণ বাঁচে তার কোনো গুরুত্বই থাকে না কেননা যেভাবে দেয় বা এই যে দেয় — এইটা গর্হিত।

যদি আমার শীতের কাপড় না থাকে তুমি বড়জোর রাষ্ট্র বা সরকাররে রাজি করাইতে পারো যেন এটি আমার শীতের কাপড়ের ব্যবস্থা নেয়। অথবা রাষ্ট্র উল্টে দিয়ে শীতের কাপড়ের বন্দোবস্ত করো – হে এনজিও ফেনজিও কি জিন্স-টপ বা সানগ্লাস পরা ফ্যাশনেবল পোলাপাইনসমূহ।

সরকার যদি দেয় ওইটা নিতে সমস্যা নাই, কারণ ওই দেওয়া তোমরা আমার জন্যে করো না, ওইটা তুমি তোমার জন্যেই দেও।

আর রাষ্ট্র যখন গরম কাপড় দেয় তখন তা রাষ্ট্র আমারে যত না দেয় তা তার নিজেরেই নিজে দিয়া থাকে।

সো তুমি যেই হও, যখন গরম কাপড় দিতে আসছো, সে তুমি এই থিকা কোনো ক্যাশ করতে পারলা বা না-করলা কাজ খারাপই করতেছো! আমারে তোমার করুণার পাত্র বানাইতেছ! আমারে তোমার করুণার যোগ্য সাজাইতেছ! তোমাদের গরম কাপড় গ্রহণ কইরা আমি যে নিচু শ্রেণীর প্যাসিভ নাগরিকে পরিণত হইলাম তা তোমরা কীসের জোরে করো!

আমার অভাব যাতে অভাব না থাকে তার জন্যে তোমরা কিছু করো না; কিন্তু আমার অভাবরে তোমরা রাষ্ট্র করো!

দেখো, আমার যা নাই তার জন্যে তুমি বড়জোর রাষ্ট্র বা সরকাররে করুণা করতে পারো। কিন্তু তা তুমি করো না। তুমি আমারে কেবলই ছোট করতে থাকো। এই শীতেও!

আমি যদি শীতে বা গরমে বা নাতিশীতোষ্ণতায় মইরা যাইতে ধরি তাইলে বুঝি তোমার রাইট হয় আমারে করুণা করার?

সোনা, তা হয় না। তুমি ফুটো। আমার রাইট নিয়া তুমি কথা বলতে পারো, কারণ ওইটা তোমারও রাইট। কিন্তু আমার গায়ে কী জড়াব তা তুমি ঠিক কইরা দিতে পারো না; যতই শীতে কষ্ট পাই আমি।

তুমি উল্টা দিকে কাপড়চোপরের পোটলাসহ দৌড় দাও। যা নিয়া আসছো আমারে পরাবা বইলা তা তোমরা বাবা মা ভাই বোন সহ পরতে থাকো গা!

যাদের অনেক আছে তা দিয়া তারা দেওয়ার যোগ্যতা অর্জন করে না। তোমার গরম কাপড় আছে তাই তুমি আমারে গরম কাপড় দিতে আসছো। হাহ হা!

তোমার ধন কোথায় লুকাইয়া রাইখা এই শীতের কুয়াশায় গরিব মানুষ তুমি দেখতে আসলা পুরানা কাপড় হাতে!

২.
অবশ্যই তুমি আমার শীতে কষ্ট পাওয়া দেইখা রাশি রাশি গরম কাপড় দিয়া যাইতে পারো! তবে জাইনো, এই দিয়া তুমি আমার করুণার পাত্র হইতেছ। কারণ আমি তোমারে সুযোগ দিতেছি আমারে সাহায্য কি করুণা করার।

আবার শীত আইলে আইসো বাহে!

১৫/১/২০১৪

Flag Counter

Leave a Reply