দেশ

দেশ কাউরে কিছু দেয় না। বরং নেয়। মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দেশ। ট্যাক্সের মাধ্যমে অর্থ শোষণ করে, দেশপ্রেমের দাবিতে কর্তব্য শোষণ করে, মন্দ লোকেরে মালিকানা প্রদান করে — যে কোনো দেশ এই প্রকার। পৃথিবীতে কোনো ভালো দেশ হয় না। নাই। হবে না।

সুখের কথা, দেশ এর নাই হওয়ার প্রক্রিয়া এখন চলতেছে। বড় বড় কর্পোরেশনগুলি তাদের জিনিসপত্র বিক্রির স্বার্থে ছোট পিপলের মধ্যে দেশপ্রেম জাগানোর উৎসব মাঝে মাঝে করে বটে তবু দেশ নামক ধারণার ধীর মৃত্যু সংঘটিত হইতেছে বহুদিন থিকাই।

এখনও যারা দেশ দেশ করেন হয় তারা কর্পোরেশন বা বড় ইন্ডাস্ট্রির মালিক নয় তো তাদের কিতাব-পড়া মূর্খ জনসাধারণ। এরা দুনিয়াব্যাপী কেএফসি খায়, কোক খায় আর দেশপ্রেম করে।

বস্তুত, আপনি কোনো দেশে বসবাস করেন না। কর্পোরেশনগুলি ঠিক করে আপনি কোথায় বড় হবেন, কোথায় তাদের শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করবেন, কোথা থেকে তাদের জিনিস কিনবেন। যেসব দেশের গরিব শ্রমিকদের মধ্যে দেশপ্রেম আবশ্যক তারা সেখানে সেই সেই দেশপ্রেম বিতরণ করে। এই সব দেশ কর্পোরেশনগুলির ধইরা নেওয়া একটা একটা দেশ।

চিন্তা করেন, এত বড় দুনিয়ায় বাংলাদেশ নামক একটা ধারণার মধ্যে আপনি ঘুরপাক খাইতেছেন। এর বাইরে সাড়া পৃথিবী পইড়া আছে, আপনি ঠিক কইরা নিছেন সেসবের উপরে আপনার কোনো অধিকার নাই। আপনি দেশপ্রেমের মহত্তের প্রাবল্যে আর সব দেশের লোকজনরে অন্য অন্য ভাবতে শুরু করছেন।

দেশপ্রেম নামক ধর্মের থেকে আপনার মুক্তি ঘটুক। আপনি পৃথিবীর উপর আপন মালিকানারে আলগা কইরা দেন। এইখানে আপনি কেউ না। আপনার দেশও কিছু নয়।

 

Leave a Reply