পাঠ: কতই রঙ্গ দেখি দুনিয়ায়

‘আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে’ বিবেকের, ভ্রমণকারীর, মধ্যবিত্তের, একটিভিস্টের বা সুবিধাবাদীর গান।

এই গান ক্ষমতাবান বা অত্যাচারীদের কাজের ব্যাপারে নিরাপদ আক্ষেপ মাত্র করে, ও তা ছড়ানোর মাধ্যমে গণমাধ্যমগিরিও করে, তাই শুনতে মিডলক্লাস-আরামের এই গান। ও রাজনৈতিকভাবে পশ্চাৎপদ।

যথার্থ সত্যজিৎ রায়ীয় দুঃখানন্দ!

***

গানটি:

আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
ও ভাই রে,
ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।।

আমি যেইদিকেতে চাই
দেখে অবাক বনে যাই।।
আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে।
ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে।
ভাই রে, ও ভাই রে,
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

দেখ, ভালোজনে রইলো ভাঙা ঘরে
মন্দ যে, সে সিংহাসনে চড়ে।।
ও ভাই, সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার।।
হীরার খনির মজুর হয়ে
কানাকড়ি নাই।
ও ভাই, হীরার খনির মজুর হয়ে
কানাকড়ি নাই,
ও তার কানা কড়ি নাই।

ও ভাই রে,
ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।।

(হীরক রাজার দেশে)

১৩ মার্চ ২০১২

 

Leave a Reply