বড়লোকদের ময়লা ফেলানোর বাক্স নয় শীতে পর্যুদস্ত গরম জনগণ

গরিবকে গরিব না রাখা বা তার চাহিদা পুরণ করাও রাষ্ট্রের দায়িত্ব। গরিবের শীতের কাপড়কে ১ নম্বর প্রায়োরিটি দিলেই বড়লোকের পুরানা কাপড় ফেলাইয়া দেওয়ার দানশীলতা কমে। গরিব নিজের অধিকার ও আত্মসম্মানসহ বাঁচতে পারে।

অবশ্যই ‘জিন্স-টপ পরা’ সাহায্য দানকারীরা গরিব শীতের কাপড়হীন মানুষদের মানসিক বিপর্যয়ের কারণ।

দেশের মৌসুমী দাতাগোষ্ঠী তাদের ফ্যাশন সচেতন পোশাক আশাক টুলস গান শোনার যন্ত্র পইরা যেথাযাইসেথাযাই ভ্রমণ করতেই পারে। কিন্তু আগ বাড়ানো সাহায্য করবার কালে যাকে করা হচ্ছে তার নিরাপত্তা চাহিদার পাশাপাশি মানসিক দশাও বিবেচনার বিষয়। দানশীলতার নামে আপনার অতি আছে দিয়া তার আদৌ নাইরে প্রকট করতে পারেন না।

পুরানা কাপড় ফেলাইয়া দেওয়ার খয়রাতি দানশীলতা জাতিকে মিসকিনে পরিণত করে। শীতার্ত নাগরিককে নতুন কাপড় দিন হে হাজার হাজার কোটি টাকার সরকার মহোদয়!

বড়লোকদের ময়লা ফেলানোর বাক্স শীতে পর্যুদস্ত গরম জনগণ নয়।

১৫/১/২০১৪

Flag Counter

Leave a Reply