সাহিত্যে প্রতিযোগিতা আছে — এর অর্থ কী?

সাহিত্যে প্রতিযোগিতার একটা অর্থ হইতে পারে ওল্ড সাহিত্যের চঙ্ক্রমণ ঘটতেছে, নিউ সাহিত্য হইতেছে না।

কেমনে?

নিউ সাহিত্য যদি নিউ সাহিত্য তইলে সাহিত্যিকদের মধ্যে প্রতিযোগী থাকতে পারে না।

নিউ সাহিত্য সৃষ্টিকারীর প্রভাব থাকলে প্রভাবিত সাহিত্যিক থাকতে পারে, প্রতিযোগী নয়। আর্টের সকল শাখায়ই এইটা।

একাধিক সাহিত্যিক একই ধরনে নিউ সাহিত্য তৈরি করতেছে তা তেমন হওয়ার কথা না।

সচরাচর ওল্ড জিনিসই সকলে মিলিয়া করে।

একমাত্র পুরানা সাহিত্য যখন আপনারা করতেছেন তখন পুরানা রাইখা যাওয়া আইডিয়া, সাহিত্যের আগিলা কলকব্জা, পুরানা সংস্কার, তামা হইয়া যাওয়া কাহিনীর ধরন ইত্যাদি লইয়া আপনারা প্রতিযোগিতা করতেছেন।

১২/৯/২০১৪

Leave a Reply