সৈয়দ ওয়ালীউল্লাহ, মাঝারি

(ইংরেজি:Syed Waliullah; আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১)
(Syed Waliullah; আগস্ট ১৫, ১৯২২ – অক্টোবর ১০, ১৯৭১)

সৈয়দ ওয়ালীউল্লাহ মাঝারি সাহিত্যিক। ইউরোপের আলোকে আলোকিত বইলা বড় লাগে। মনস্তাত্ত্বিক গেইমের একটা সিস্টেম ইউরোপে বসবাস করতে থাকলে মানুষের মধ্যে এমনি এমনি তৈরি হইতে থাকে।

তা উনি বাংলাদেশের সমাজে আরোপ করছেন।

তার কারণে আমাদের ঔপন্যাসিকরা প্রায় সকলেই বিপথগামি হইছেন। এইটা বড় ক্ষতি।

রসিকতা কইরা বললে বলতে হয়, তার উপন্যাসের চরিত্ররাও তার মতই লেখক ছিলেন একেক জন।

উপন্যাস যে চরিত্র নির্ভর জিনিস, ঔপন্যাসিক নির্ভর না তা তিনি বুঝতে পারছিলেন এমন মনে হয় না।

বা ওইটাই অন্য অনেক ইউরোপিয়ানের মত তার ঘরানা, আমার কাছে এই জিনিসরে গৌন লাগে।

২১/৬/২০১২৬

Leave a Reply