ধর্মের তসলিমা

 

তসলিমা নাসরিন (জন্ম. ময়মনসিংহ, বাংলাদেশ, ১৯৬২)
ধর্মের ভিতর দিয়াই আপনার জন্ম ও হইয়া ওঠা।
 
ধর্ম আপনার বিরুদ্ধে কিছু না, আপনি যতটুকু ধর্মের বাইরে যাইতে চান বা মনে করেন গেছেন তা খুব সামান্য।
 
এবং কাল আগাইতে আগাইতে ধর্ম আপনার সেই বাইরে যাওয়াটুকুরেও গ্রাস করে।
 
এবং কাজে লাগায়।
 
আপনি এভাবে ধর্মবিরোধী হওয়ার মধ্য দিয়া ধর্মরে সার্ভ করতে থাকেন।
 
ধর্ম শক্তিশালী হয়।
 
আর প্রায়োগিক ক্ষেত্রে ধর্ম তার বিরোধীদের দিয়া যত শক্তিশালী হয়, ধর্মের পক্ষের মানুষ তা সাধন করতে পারে না।
 
আপাত ধর্মবিরোধীরাই সেক্ষেত্রে ধর্মের বড় সম্পদ। যেমন একজন তসলিমা নাসরিন ইসলামের ও হিন্দু ধর্মের বড় সম্পদ।
 
তসলিমার মাধ্যমে বাংলায় ইসলাম ও ভারতে হিন্দু ধর্ম নতুন জনপ্রিয়তা লাভ করেছে।
 
আজকে ইন্ডিয়ায় যে বিজেপির এই রমরমা তা তসলিমা বিনে এই মাত্রা লাভ করত কিনা সন্দেহ আছে।
 
বাংলায় কাদের রমরমা তৈরিতে তিনি সাহায্য করছেন তা আপনারা জানেন।
 
২৫/১০/২০১৭

Leave a Reply