সমাজ বদল জিনিসটা মেইনলি মিডল ক্লাসের

বিভিন্ন দাবি আদায়ের কারণে যে নগণ্য সামাজিক বদল ঘটে তা অচেতন বদল।

বেশির ভাগ ক্ষেত্রে কেবল রাজনৈতিক চেহারা বদলই তা।

সমাজের নির্দিষ্ট ইস্যুর বদলকে গণ্য করলে দাবিদাওয়া আদায়ের বদল কোনো বদলই না প্রায়।

দাবিদাওয়ার বেশির ভাগই সমাজের স্থিতাবস্থায় ঢুকবার বা বহাল থাকবার দাবি। মিডল ক্লাসের বিশেষ সুবিধা আদায়ের দাবি।

অর্থাৎ সামাজিক বদলের জন্যে রাজনীতিক বদল জরুরি নয়। রাজনীতিক বদল ঘটলেই সামাজিক বদল ঘটবে তার কোনো নিশ্চয়তা যেহেতু নাই।

সামাজিক বদলের ক্ষেত্রে ক্ষমতাসীন দলকে কৌশলের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারাটাই বুদ্ধিজীবীদের দিক থেকে বেশি কার্যকর প্রণালী।

অর্থাৎ সরকার বিরোধিতার চাইতে সরকার নিয়ন্ত্রণেই অধিক সামাজিক বদল ঘটে থাকে।

গরীবের অর্থনৈতিক মুক্তিই সামাজিক বদল নয়। যেহেতু গরীব এর দ্বারা বড়জোর মধ্যবিত্তে পরিণতি লাভ করে।

বরং মধ্যবিত্তের সাংস্কৃতিক মুক্তিই সামাজিক বদলের ডাইরেক্ট গন্তব্য।

৩১/১০/২০১৬

Leave a Reply