সেক্যুলার নাগরিকদের দুঃখের কারণ

টিভি নাটকগুলির ক্রমাগত বাড়তে থাকা হাস্যরস সেক্যুলার নাগরিকদের দুঃখ, বিষাদ ও আশাহীনতার একটা বড় কারণ।

এগুলি নাগরিকদের মধ্যে কোনো স্পৃহা তৈরি করে না।

এই হাসি-নাটকগুলি অন্যের প্রতি ব্যঙ্গ ও বিদ্রূপে উদ্বুদ্ধ করে মানুষকে।

ফলে ছোট কিছুকে বড় করা এবং বড় কিছুকে ছোট করাই হইয়া দাঁড়ায় সেক্যুলার নাগরিকদের স্বল্প মাত্রার আধ্যাত্মিক গন্তব্য।

নির্মাতাদের উচিত তাদের মধ্যকার (তথাকথিত) ধর্মহীন নৈতিকতা চর্চার ধর্মীয় অনুসঙ্গ বিষয়ে সচেতন হওয়া।

অর্থাৎ অভিশাপ, তাচ্ছিল্য, শ্লেষ ইত্যাদির ধর্মভাবকে বুঝতে পারা।

তাচ্ছিল্যকারী, বিদ্রূপকারী ও ব্যঙ্গকারীদের প্রতি নাটক নির্মাতাদের সহানুভূতি ও আশাবাদ থেকে তারা বাইর হইয়া আসবেন এই দোয়া করি।

১৯ আগস্ট ২০১৭

Leave a Reply