আপনি কি দার্শনিক?

সব দার্শনিক সমান না, কেউ বড় কেউ ছোট।

বুদ্ধিমান মানুষ হিসাবে কেউ ছোট দার্শনিক হইতে চায় না, সেক্ষেত্রে দার্শনিক হিসাবে নিজের পরিচয় না দেওয়ার চেষ্টার একটা গুরুত্ব আছে।

কিন্তু আপনি যখন আপনার নিজের চিন্তার প্রভাব সমাজে ছড়াইতে চাইতেছেন, আপনার লেখা ও কথা দিয়া, সেইটা তো দার্শনিকতাই।

গৌণ দার্শনিকতা হইতে পারে, তবে দার্শনিকতাই।

নিজের চিন্তার দায়ভার গ্রহণ করতে না চাইয়া নিজেরে লাইফস্টাইল বুদ্ধিজীবী হিসাবে যদি তুইলা ধরতে চান, তা তর্কে জিতার বেশি আপনারে কিছু দিবে না, আপনার দর্শনের অনুসারীদেরও দিবে না।

তারা যাতে আপনার পক্ষে দাঁড়াইতে পারে সেই রকম কিছু তো তাদেরকে দিতে হবে, যদি আপনি অনুসারীদের মাধ্যমে নিজের দর্শন প্রচারে আগ্রহী থাকেন।

আপনি হয়তো বলবেন আপনি আসলে আড্ডা দিতেছেন কম জানা অনুসারীদের সঙ্গে, কিন্তু দর্শন প্রচারে আগ্রহী না।

এইটা নিজের ও অনুসারীদের সঙ্গে আপনার প্রতারণা। প্রতারণার দর্শন সমাজে আরো প্রতারণার উদ্ভব ঘটাবে। তারা বলবে একটা, করবে আরেকটা।

সবাই যা হইতে চায় আপনি তা চান না, এইটা সেক্সি, কিন্তু আপনার কাজের মধ্যে তো দর্শন প্রচারের মাইকিং চলতেছে সাড়ম্বরে। সব দার্শনিকরা যা করে সেই অবস্থা তো আপনারও। আপনি নিজের চিন্তার প্রচারে উদগ্রীব।

আমার পরামর্শ হইল, দার্শনিক হিসাবে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ নিজের সঙ্গে, নিজে কী কী বিশ্বাস করেন তার থিকা নিজেরে বাইর করতে চাইতেছেন কিনা, পারতেছেন কিনা তার মধ্যে নিহিত।

বাচ্চাদের ও অনুসারীদের খুশী করতে গিয়া নিজেরে ফাঁকি দিয়েন না।

স্মার্ট ও চৌকস সাজার যেই মজা সেই একই মজা আলাভোলা ভ্যাবলা সাজার মধ্যেও।

“আমি কিছু জানি না, আমি তো সরল” এও আপনারই সিদ্ধান্ত।

আপনার নিজের ইচ্ছা-অনিচ্ছা দিয়া আপনারে দার্শনিক বিবেচনা বা অবিবেচনা কেউ করতে যাবে কি?

আপনি লাইফস্টাইলে বিপ্লব আনতে পারেন, মাঠের মধ্যে ঘর বানাইয়া দিনাতিপাত করতে পারেন, তাতে দার্শনিক হওয়া আটকায় না।

দার্শনিকরা সব ইউনিভার্সিটি থিকা বাইর হয় না তো। তারাও আপনার মতোই সহজ মানুষও। হয়, হইতে পারে।

 

Leave a Reply