কানে ধরার ভাই মাথা উঁচা

মাথা উঁচু করে চলা আর কানে ধরিয়ে রাখা—একই মর্যাদা ভঙ্গির দুই পৃষ্ঠা। আপনি কার কাছে মাথা উঁচু করেন? কেন! আশ্চর্য তো।

সেলিম ওসমানরে জিজ্ঞেস কইরা দেখেন—উনিও আপনাদের ঐ মাথা উঁচুরই লোক। তাই অন্যেরে কানে ধরান।

মাথা উঁচু আর কানে ধরা এই দুইটারে এক লগেই সমাধা করতে হয়।

১৭/৫/২০১৬

Leave a Reply