বাংলা ভাষারে রবীন্দ্র কুপ্রভাব থিকা মুক্ত করন দরকার

পোনে দুইশ বছরের ব্রিটিশ শাসন বাংলা ভাষার যে ক্ষতি করতে পারে নাই একা রবীন্দ্রনাথ তা কইরা যাইতেছেন।

তাঁর পরিশীলন, রুচিবোধ ও শান্তিনিকেতন–বাংলা ভাষা নামে যে ইউরোপীয় হাইব্রিড মাল বাংলা সমাজে গছাইয়া দিয়া যাইতেছে এই থিকা স্বাস্থ্য লাভ করনের দুই পন্থা ভাইবা দেখন যায়:

এক. কবিতায় ভারতচন্দ্র ও গদ্যে প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ বই থিকা রবি বাবুরে পাশ কাটাইয়া নতুন কইরা পুরাতন বাংলার সম্ভাবনা খতাইয়া দেখন;

দুই. রুচিবোধের ক্ষেত্রে গোপাল ভাঁড়ের স্মরণ লওয়া।

এই দুই কাম করতে পারলে বাংলার বাংলা ভাষা রবীন্দ্রনাথ তথা ইউরোপীয় নথি বা অফিস তথা পত্রিকাভাষা থিকা রক্ষা পাইতে পারে।

২৮/১০/২০১৩

Flag Counter

Leave a Reply