যোগ্যতা গৌরবের, তাই বর্ণবাদী

বর্ণবাদের প্রথম কথা যোগ্যতা। যার যোগ্যতা নাই সে করতে পারবে না—এই থিকাই সকল বর্ণবাদের শুরু।
 
উপযোগবাদী সমাজে ও না খাইতে পাওয়া সমাজে যোগ্যতার দাবি অপরিসীম। কিন্তু যেই সমাজ ব্যক্তির ইচ্ছায় সংঘটিত সেখানে কাজ থিকা কোনো নৈতিকতার আরম্ভ হইতে পারে না।
 
ফলে কাজ মানে খেলা, কাজ মানে তুমি করো তাই কাজ, নাইলে নাই।
যে পারে সে পারে। সেই পারাতে কোনো গৌরব ঘটে না। তাই সেখানে যোগ্যতার কোনো অবকাশ নাই। তুমি যেই কাজ করো না বা পারো না তা তোমার অযোগ্যতা না, বড়জোর তা তোমার কাজ না। কিন্তু যা তোমার কাজ না তাও তুমি করতে চাইতে পারো।
 
অনেকগুলি যোগ্য লোক যখন একত্র হয় তখন নব্য বর্ণবাদ প্রস্ফূটিত হয়।
 
দেখেন ভারতবর্ষে, ব্রাহ্মণের যোগ্যতা অজাতে মিলে না। তাইতে ভারত অভিশপ্তই রইল।
 
২৭/৮/২০১৫

Leave a Reply