এক ভদ্রলোক আমাকে ‘বালের বুদ্ধিজীবী’ সম্বোধন করেছেন। আরো অনেকের মধ্যেই এই উপলব্ধি লক্ষ্য করে আমি বিস্মিত হয়েছি।
হোয়াই? কেন আমি বুদ্ধিজীবী হিসাবে আনিসুজ্জামান, ছফা, ফরহাদ, সলিমের চাইতে বেটার নই, শুনি।
নাকি ওনারাও বালের, আমিও বালের।
বুদ্ধিজীবিতা বিশিষ্টদের বা গুটিকয়ের মর্যাদার আলোয়ান নয়। এইটা সক্রিয় কার্যক্রম। যিনি বুদ্ধিজীবী তিনি কেন তার পরিচয় লুকাইবেন আমি ভাইবা পাই না।
এই সামন্ত ঘরানার বিদ্যার্থী সমাজে বুদ্ধিজীবীদের দেখা হয় শ্রদ্ধার চোখে, তাই এই সমস্যা।
আমার প্রতি যে আপনাদের সেই শ্রদ্ধা আসে না তা আপনাদের দোষ নয়, আমারই গুণ।
আমি শ্রদ্ধা বিলোপনে বিশ্বাসী, তাই আমারে আপনাদের বালের বুদ্ধিজীবী মনে হয়।
জ্বী হ্যাঁ, আমি বালের বুদ্ধিজীবীই। কিন্তু যা বলি পারলে তার এনকাউন্টার করেন। নাইলে আপনারা কোন বালের সাধারণ জনতা, বা অ-বাল বুদ্ধিজীবী?
২৫/৭/২০১৬