আমি কান ধরাধরি ইভেন্টের পক্ষে

১.
ফেসবুকে কান ধরাধরির এই ইভেন্ট আমার ভালো লাগতেছে।

গভীর অপমানের বিষয় কান ধরা এখন হালকা হাসাহাসির জিনিসে পরিণত হইছে। উই আর হালকা নাউ।

শ্যামল কান্তি ভক্তের কষ্টও কিছুটা নিশ্চয়ই লাঘব হইছে এই ইভেন্টে। সকলের ভালো হওয়া তো ভালোই।

এখন যেই হালায় কান ধরাইতে আসব অরে লইয়াই লোকে হাসব। তা যে হইতে পারল তা এই বিশ্বময় কান ধরাধরি ইভেন্টের কারণেই।
২.
দিগম্বর লোকের সাপোর্টে দিগম্বর হওয়ার ইভেন্ট কেন খোলা হচ্ছে না মূলক কিছু পোস্ট দেখলাম। মানুষ যা সামাজিক ভাবে করতে পারবে তার মধ্য দিয়াই তো প্রতিবাদ হবে। যা পারবে না তা কেন করতে যাবে সে। কান ধরাধরি অলাদের দিগম্বর হইতে হবে না।

আমি কান ধরা প্রতিবাদের প্রতি আমার পক্ষপাত জ্ঞাপন করলাম। কিন্তু আমি নিজের কান নিজে ধরার পক্ষপাতি না। অন্য কিছু ধরা যাইতে পারে।

‪১৭/৫/২০১৬

ভিজিট করুন: shamprotik.com

Leave a Reply