শব্দের ক্রিয়াভিত্তিক অর্থের বাসনা দেখা যায় কলিম খান প্রমুখের মধ্যে।
শব্দের ক্রিয়াভিত্তিক অর্থ অনুসন্ধান করেন তারা। তার ভিত্তিতে অনুমানমূলক বা আন্দাজি ইতিহাস বাইর কইরা আনতে চান।
শব্দের ঐতিহাসিক উৎসের সঙ্গে ক্রিয়ামূলকতা মিলাইয়া দিয়া শব্দের ‘আসল অর্থ’ আবিষ্কার করেন তারা।
কিন্তু একেকটা শব্দ ইতিহাসের সকল কালে এক অর্থে স্থিত থাকে না।
যে কোনো কারণেই শব্দের অর্থের বদল ঘটতে পারে। শব্দেরও বদল ঘটে।
ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধি অলারা এই বদলরে অস্বীকৃতির বা অপনোদনের মাধ্যমে শব্দের আদি প্রকৃতি ও অর্থে ফিরতে চান।
তারা শব্দের বা নামের যে ক্রিয়াভিত্তিক ঐশ্বরিকতা বা পরম অর্থ বা একক অর্থ দাবি করেন তা শব্দের ঐতিহাসিকতারে বাদ দিয়া ক্রিয়াভিত্তিক অর্থরে মূল জ্ঞান করে।
ঐতিহাসিক বদল বা সংযুক্তিগুলা অগ্রাহ্য করেন তারা।
কিন্তু একটা শব্দ কেবল ক্রিয়া অনুসরণ কইরা শব্দ হয় না বা থাকে না।
সে অর্থে ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধির বাসনা এক রকমের ধর্মবাসনা।
যার ধর্ম সে পালন করুক। সবার তার দরকার নাই।
১৯/১০/২০১৪