ছাত্রছাত্রীদের কান আছে, মাষ্টারদের নাই

নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হচ্ছে।
নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হচ্ছে।

কান ধইরা উঠবস ব্যাপারটা নিয়া যারা গেল গেল রব তুলতেছেন, জাইনা রাখবেন—এই জিনিসের আবিষ্কার এই সব পবিত্র স্কুলগুলার পবিত্র মাষ্টার মশাইদের হাতেই হইছে।

ফলে ফিজিক্যাল অ্যাসল্ট বা শারীরিক আক্রমণ বা রাজনীতির কুচক্রের বাইরে যে অপমানের নৈতিক দুশ্চিন্তা আপনাদের মনের মধ্যে মুহুর্মুহু ফুসিয়া উঠিছে তার কোনো নৈতিক ভিত্তি আসলে নাই।

আপনারা কান ধইরা উঠবস ব্যাপারটারে একান্তই ছাত্রছাত্রীদের জন্যে ফিক্সড কইরা রাখছেন।

তা পাল্টাইলে কেমন লাগে দেখেন।

আমি শিক্ষক শ্যামল কান্তি ভক্তের প্রতি কৃত ঘৃণ্য আচরণের নিন্দা জানাই। এবং সকল স্কুল থেকে সর্ব প্রকার কান ধারধরি ব্যবসার সমাপ্তি কামনা করি।

ভাবার কারণ নাই অপমানের বোধ কেবল মাষ্টারদেরই আছে, ছাত্রছাত্রীদের নাই। এই অপমান সেই অপমানেরই ধারাবাহিকতা ভাবতে না পারার মধ্যেই এই অপমানের বীজ লুক্কায়িত আছে। বি সাবধান!

১৬/৫/২০১৬

Leave a Reply