বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সম্পর্কে জাতীয় পার্টির মুজিবুল হক বলছেন, “তিনি সম্মানিত লোকদের আদালতে ডেকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে বেইজ্জতি করেন।”
তো আদালত যদি অ- বা না-সম্মানিত লোকদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করাইয়া রাইখা বেইজ্জতি করতে পারে তবে সম্মানিত লোকদের বেলায় তা পারবে না কেন?
দাঁড় করানোর অবসান ঘটাইতে চাইলে সকল রকম দাঁড় করানো রদ করতে হয়।
আদালত কি তা করতে পারবে?
মনে হয় না।
সুতরাং সম্মানিত লোকদের আদালতে ডেকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করানোতে নো প্রবলেম।
তারা যে সম্মানিত সেইটাই সমস্যা। আইনের চোখে সকলে সমান।
৬/৬/২০১২
1 Comment
Add Yours →