প্রতিষ্ঠান বর্তমানরে নিষ্পন্ন বা ইতিহাস কইরা উপস্থাপন করতে চায়। যে কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিল্পকলা এমন অসাড় বা মৃত মনে হয়। বস্তুত, এই প্রা. কোনো সুদূর অতীতের জন্য খুবই যোগ্য ব্যাপার। এমনকি প্রতিষ্ঠান অতীতরে অতীতের মতো কইরা সংরক্ষণ করতেও অপারগ হয়। ফাঁক পাইলেই দেখায় যে অতীত বর্তমানেও হাজির আছে।–এখন তোমরা অতীতরে খাও, ভোগ করো, হাতে ধইরা নাড়াচাড়া করো, আস্তে শেলফে রাইখা দেও!
প্রতিষ্ঠান নিত্য তথা ভবিষ্যৎরে তার ভাবের কারণেই ধারণ করতে পারে না।
অতীতের বর্তমানময়তাই প্রতিষ্ঠানের মূল্য তৈয়ার করে। এজন্যই কেউ যখন বর্তমানে আছে সে তখন কোনো প্রতিষ্ঠানে নাই।
অক্টোবর ২০১০