ফকিন্নি ও ছোটলোক নিয়া কনশাস মিডলক্লাসগো অস্বস্তি

`ফকিন্নী’ বা `ছোটলোক’ শব্দ এড়ানো বা বাদ দেওয়াটা মিডল ক্লাসের শ্রেণীঅবস্থান ধইরা রাখনের একটা চেষ্টা। পলিটিক্যালি রাইট থাকার আপ্রাণ চেষ্টায় রত মিডল ক্লাস সচেতন মহল এই শব্দরে অমর্যাদাকর জ্ঞান করে ও তাই উচ্চারণ করে না। ও পলিটিক্যালি রাইট থাকে। ও সে কারণে তাদের মধ্যবিত্ততাও রক্ষিত হয়।

ফকিন্নি ও ছোটলোকগো জন্য মিডল ক্লাস নামও ঠিক করা আছে–তারা বলে `গরিব’ বা `নিম্নবর্গ’। ‘সাবঅল্টার্ন’ও বলে। এই পদ্ধতিতেই তারা ফকিন্নি ও ছোটলোকদের অবয়বরে সমাজ (অন্তত মিডল ক্লাসের চাক্ষুষ সমাজ) থিকা তিরোহিত করতে চায়।

তারা চায় শব্দগুলা পর্যন্ত মিডল ক্লাস হইয়া যাউক। ছোটলোকগো ব্যবহৃত ভাষার নাম তারা দিছে `গালাগালি’ বা `অশ্লীলতা’… এবং মধ্যবিত্তরা সব রকম প্রকাশনা থিকা সে ভাষারে উধাও কইরা দিতে চায়। বা অন্তত চায় উর্ধ্বকমার ভিতরে ঢুকাইয়া দিতে। তারা দেখায় মূলত এরা ‘গরিব’ বা ‘নিম্নবিত্ত’–কিন্তু পলিটিক্যালি আনকনশাসরা কখনো সখনো ওদের ‘ফকিন্নি’ বা ‘ছোটলোক’ বইলা ফেলায়।

১০/১২/২০১১

Leave a Reply