মুহম্মদ জাফর ইকবাল নিজের জন্যে লেখেন না আর মনে হয়।
দেশের দশের এগারোর কিছু একটা ভালো হবে বইলা লেখেন।
কিন্তু যে বিষয়ে দেশের দশের ভালোর দরকার নাই সে বিষয়রেও একই ভাবে দেখাটা ছোট লেখকের লক্ষণ।
কিছু বুদ্ধিবৃত্তিক অনিচ্ছা সত্ত্বেও উনি বড় লেখক হইতে পারতেন চাইলে, কিন্তু তার আগে বাংলাদেশের অভিভাবকগিরিটা বন্ধ করতে হবে তার।
এমনে উনি লোক খারাপ না।
১৯/৭/২০১৩
2 Comments
Add Yours →