বাষ্প, মেঘ ও ব্লগারপুঞ্জ

ব্লগওয়ালাদের আবেগের অন্ত নাই। ওনারা একবার কোন এক কাল্পনিক মেয়ের মৃত্যু নিয়া কী কেলেঙ্কারিটাই না করলেন–সামহোয়ার ইন ব্লগে। মনে আছে কি ব্লগারদের?

ব্লগারদের লেখালেখির মূল বস্তু দেখা যাইতেছে হৃদয়াবেগ। জনসাধারণের জন্যে বুকের ব্যথা। হোয়াই? ব্লগ কি তবে চিঠি লেখার বিকল্প হইছে নাকি?

মিডিয়া তথা পত্রপত্রিকা ব্লগারদের বাষ্পরে মূলধন কইরা নিজেদের কাটতি বাড়াইতে মরিয়া হইয়া উঠছে। জনসাধারণের ব্যক্তিগত স্পেসরে আদৌ পাত্তা দিতেছে না। যেইখানে মিডিয়ার পক্ষে খানিক অসম্ভব হইতেছে সেইখানে নিজস্ব ব্লগগুলারে লেলাইয়া দিতেছে তারা!

১৭.১১.২০১১

Flag Counter

Leave a Reply