মিডল ক্লাস হয়তো মিডল ক্লাস নয়। কিন্তু মিডল ক্লাস বললে যারা মনে করেন তাদেরকে বলা হইতেছে তখন তারাই হইতে পারেন মিডল ক্লাস।
আর বুদ্ধিজীবী হিসাবে আমি যখন কথা বলি তখন আমি কি মিডল ক্লাস না?
না, বুদ্ধিজীবীর ক্লাস পেরুনোর ব্যাপার থাকে। যেহেতু ক্লাস জিনিসটা চিন্তারও ব্যাপার। চর্চারও।
মিডল ক্লাস জন্মই যদি মিডল ক্লাসের দুই নাম্বারির শ্বাশত নিয়তি হইত তবে মিডল ক্লাসের বিরুদ্ধে এত লেখালেখিতে কোনো ফায়দা হইত না।
মিডল ক্লাসকে যারা কেবল অর্থনৈতিক ক্লাস ধইরা বইসা আছেন, তারা মূলত তাদের ক্লাসরুমে বইসা আছেন।
বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা কইরা দেখতে পারেন। আপনার মিডল ক্লাস জীবনের পঞ্চত্ব প্রাপ্তি ও কাজে কাজেই আপোনারও মুক্তি তাতে সাধিত হইতে পারে।
১৭/৫/২০১৬