রবীন্দ্রনাথ এখন কেমন কবি

রবীন্দ্রনাথ এখনো মধ্যম মানের কবি আছেন। কিন্তু একটা সময় আর তাও থাকতে পারবেন না। ভাষার গভীরতা এমনই। ভাষা নিজেরে ক্রমে গভীর কইরা তোলে। ফলে শ্যালো ক্রমে শ্যালো হয়।

রবীন্দ্রনাথের বাচালতায় পরিকীর্ণ অসংখ্য কবিতা (দুয়েকটা ভাল আছে; সে দুয়েকটা তো শামসুর রাহমানেরও খারাপ না) ক্রমে ফিকা হইয়া আসতেছে। আমার ধারণা মধুসূদনরে সামনে নিয়া আসতে পারলে রবীন্দ্রনাথের কবিতারা জাস্ট লিটল বাজাইরা কাব্য উপন্যাস হিসাবে আপনাপন পরিচয় ফিক্সড করবে।

বিদায় রবীন্দ্রনাথের দুর্বল কবিতারা।

২২/১০/২০১৪

Leave a Reply