‘লোকসঙ্গীত’ কেমন বাটপারি

‘লোকসঙ্গীত’ বইলা কোনো সঙ্গীত নাই। সমাজ গবেষক ও ধান্দাবাজরা কিছু গানরে এই ক্যাটেগরিতে ফেলাইয়া তাদের বাটপারি সম্পন্ন করে।

‘লোকসঙ্গীত’ বলার মধ্য দিয়া কিছু গানরে তাদের গানরূপের চাইতে সমাজতাত্ত্বিক গবেষণার বিষয় রূপ হিসাবে দেখানো হয়। তা খারাপ। সমাজ গবেষণা যে কোনো বিষয় নিয়াই চলতে পারে। কিন্তু তাকে সীমিত, বিকৃত বা আড়াল করার মধ্য দিয়া নয়।

‘লোকসঙ্গীত’ নামটি গানের কিছু ধরনকে মিশনারির চোখে দেখার চেষ্টা করে। নিজ দেশের মিশনারি এরা। বাটপার। এরা দেখায় লোকসঙ্গীত হচ্ছে অপরের সংস্কৃতি।

এরা বোঝায়, মধ্যবিত্ত শ্রেণীর গানই জাগ্রত বা বর্তমান গান, গ্রামের বা প্রান্তের গান অবর্তমান, অতীতের। বর্তমানে তা গাওয়া হইলেও তাকে বিচার করতে হবে ঐতিহ্যের আলোকে, ‘লোকসঙ্গীত’ রূপে।

৯/১২/২০১৬

Leave a Reply