বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক শিল্পীরা আর দশটা সাধারণ মানুষের মতই দলবাজি, তেলবাজি ও সরকারের প্রশংসা করতে পারবেন।
কোনো সাধারণ নাগরিকের দলবাজি নিয়া যদি সমালোচনার জায়গা না থাকে (আইনগত কারণেই থাকে না) তবে বিশেষদের দলবাজি নিয়াও সমালোচনার জায়গা নাই।
তাইলে বুদ্ধিজীবী বা লেখক-শিল্পীদের কাজ কী?
আমাদের সাধারণ আশা, বুদ্ধিজীবীরা পিপলের পক্ষে থাকবেন। এবং সাধারণত বুদ্ধিজীবীরা তা থাকেন না।
এ কারণেই বুদ্ধিজীবীদের মধ্যে সাধারণ মানুষদের এই সকল বৈশিষ্ট্য দেখা গেলে আমরা এত প্রতিক্রিয়া প্রদর্শন করি।
এইসব প্রতিক্রিয়া সাধারণ মানুষের সাধারণ অধিকারের বিরোধী প্রতিক্রিয়া। তা সাধারণ মানুষ কর্তৃক, সাধারণ মানুষের মঙ্গলার্থে প্রদর্শিত হইলেও।
আইনসিদ্ধ অধিকার নিয়া সমালোচনার কিছু নাই। এই রকম সমালোচনার আগে সে আইনের সমালোচনাই বিধেয়।
১২/১০/২০১৬