“যারা মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকারের একজন মন্ত্রীকে সম্মান দেয় না, তাদের কাছে বিশিষ্ট ব্যক্তিরা অপমানিত হবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।”
সোহরাব হাসান
সিপি গ্যাং, গং এবং ‘নিষিদ্ধ শহীদ মিনার’, প্রথম আলো ২৩/১০/২০১৪
পিয়াস করিমের রিসেন্ট অতীত লাশের অপমানের চাইতে সিপি গং আবদারিত নিষিদ্ধদের ফিউচার লাশের অপমান দেখা যাইতেছে গণমাধ্যম, টক শো ও আওয়ামী বুদ্ধিজীবীদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
যদি পিয়াস করিমের লাশের অপমান আপনারা সহ্য করতে পারবেন ও মাইনা নিতে পারবেন তবে কেন এই নয় জনেরটা পারবেন না?
সো, গণজাগরণের করা পিয়াসের অপমান আর সিপিদের করা এই নয় জনের অপমান একই অপমান। সিপি গং গণজাগরণের অধিক কিছু করে নাই। দোষ ধরলে সকলেরটাই দোষযুক্ত।
শহীদ মিনার ঘটনায় গণজাগরণ তথা অন্যরা যে দোষে দুষ্ট সিপি গং সেই দোষেই দুষ্ট। আলাদা ভাবে সিপি গংরে কালপ্রিট বানাইয়া গণজাগরণ তথা অন্যদের দোষের ভার লাঘব করতে চাইতেছেন আওয়ামী-সফট বুদ্ধিজীবীরা? কিন্তু কেন?
২৩/১০/২০১৪