১৯৫২ ও ১৯৭১

পাকিস্তান রাষ্ট্ররে স্বীকার করলে পরেই সে রাষ্ট্রের ভাষা হিসাবে ‘বাংলা’ চাওয়ার দরকার পড়ে। ১৯৫২ থিকাই ১৯৭১-এর জন্ম যারা বলেন তারা একটা ধারাবাহিক সময়রে ইতিহাস আকারে দেখতে চান।

আমি মনে করি ১৯৫২ আর ১৯৭১ দুই জিনিস। একই ব্যক্তি দুই আন্দোলন করলেও মর্মার্থের দিক থিকা এই দুইটা দুই জিনিস। ১৯৭১ রাজনৈতিকভাবে অধিকতর বিপ্লবী আন্দোলন। রাষ্ট্র ভাইঙ্গা নতুন রাষ্ট্র গড়ার আন্দোলন।

১৯৫২ সেই অর্থে রাষ্ট্রের হিস্যা সংক্রান্ত দাবি আদায়ের আন্দোলন — বিদ্যমান রাষ্ট্ররে তা স্বীকার করে। এ ছাড়া কোনো উপায় আছিল কিনা সেইটা ভিন্ন তর্ক — আমি অবস্থানের কথা বলতেছি।

১৯৫২ থিকাই রাষ্ট্র ভাঙার আন্দোলন করতেছেন এই রকম যারা ছিলেন (আদতে সেই রকম কিছু ছিল কিনা জানি না) তাদের কাছে ১৯৫২-র ভাষা আন্দোলনের অর্থ রাষ্ট্র টিকাইয়া রাখার আন্দোলন। ভাষা আন্দোলন সফল হওয়ার পরে দীঘর্দিন পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে ভাষা আন্দোলনকারী শক্তির সুসম্পর্কই তো ছিল। কৌশলগত ভাবে ১৯৫২ জরুরি আন্দোলন বটে, রাজনৈতিকভাবে দাবি আদায়ের আন্দোলন হইলেও বিপ্লবী আন্দোলন নয়।

২.৩.২০০৯

 

1 Comment

Add Yours →

Leave a Reply