আর্ট ফটোগ্রাফিও ফটোগ্রাফিই

আর্ট ফটোগ্রাফি শিল্পকলার একটি যন্ত্রণার নাম।

বিশ্ব বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি সমাজে চালু কিছু রদ্দি ভঙ্গি বা লাইফ স্টাইলরে বিশেষ ভাবে চোখে গাঁইথা দেওনের হাতুড়ে শিল্প আর্ট ফটোগ্রাফি।

ওনারা যে আসলে আর্টিস্টই তার সন্দেহ নিরসনের দায় এইসব আর্ট ফটোগ্রাফির।

জগতের প্যারালাল এক জগৎ আর্টিস্ট ফটোগ্রাফাররা তৈরি কইরা চলতেছেন এবং সেইটাই আসল জগৎ—সুন্দর জগৎ, বেটার জগৎ বা কুৎসিত জগৎ—প্রতিপন্ন করেন এই ফটোগ্রাফাররা।

বাস্তবতার চাইতে ভারি এক বাস্তব হাজির করেন তারা।

চিত্রকলা তা করে না। চিত্রকলা বাস্তবের অংশ। প্রতিকল্প নয়। ফটোগ্রাফার সে রকম চেষ্টা কইরা থাকেন।

আমি বাজে ফটোগ্রাফারদের নিয়া কিছু বলতেছি না। হয়তো ফটোগ্রাফার হিসাবে তারাই ভালো।

কিন্ত যারা বিশেষ, যারা খুব পারেন, যারা ছবিতে বস্তু বা বিষয়ের ছবি না বরং জগৎ ধরতে চান—আনন্দ বেদনা ইতিহাস ও সমাজ অর্থাৎ উন্নয়ন ধরতে চান—ওনারা দৃশ্যজগতে যন্ত্রণা উৎপাদনকারী।

মিডিয়ার যে অশিল্প জগৎ, উন্নয়নভঙ্গি ও কালচার গইড়া উঠছে তাতে ওনাদের রূপক উপমা প্রতীকের মুখস্থ কোলাহলই বেশি।

ওনারা ছবিও তুলতে পারেন না। ছবির ব্যাখ্যা তুইলা থাকেন।

তবে আর্ট ফটোগ্রাফিও তো শেষ পর্যন্ত ফটোগ্রাফিই, কী আর করা!

১৯/৪/২০১৪

Leave a Reply