যৌন স্বাধীনতা যখন বর্ণবাদ

শহরে নাগরিকদের মধ্যে সচেতন এক এনজিও ভাষামাধবী চালু আছে।

এও ঠিক ওও ঠিক, এরও ভুল আছে, ওরও ভুল আছে ধরনের সর্বদা ভারসাম্যময় পশ্চিমা দাঁড়িতে এই ভাষার মালিক পাল্লিপাল্লাগুলা বইসা আছে।

ওরা মুচকি বা মৃদু হাসি দিয়া আপনারে বুইঝা ফেলাবে। এর পরে আসবে সেই এনজিও ভাবাপন্ন শুকনা ভাষার জেরাসকল।

নারী ও পুরুষ উভয় পক্ষ থিকাই আপনি যৌন স্বাধীনতা মূলক এই উপভাষার সামনাসামনি হবেন।

যেখানে তা তেমন পাওয়া যায় না তেমন রাজ্যে যৌন স্বাধীনতা নিশ্চয়ই গৌরবের বিষয়। কিন্তু এই ভাষাবিদদের যৌন স্বাধীনতা সচরাচর নারী-বিরোধী ও কর্তত্বপরায়ণদেরকে একটা রেসিস্ট দৃষ্টিকোণ থিকা একঘরে করতে পারার আনন্দের মধ্যেই চঙ্ক্রমিত হইতে থাকে।

এইভাবে বর্ণবাদী প্রক্রিয়ায় নারী ও যৌন-স্বাধীনতা বিরোধী একটা মধ্যবিত্ত দেশী বিরোধী পক্ষ তৈয়ার কইরা ওল্ড ফ্যাশনের পুরুষ ও নারী নারীবাদীরা দেশে একটিভিজম চোদান।

২৭/৫/২০১৫

Leave a Reply