সুপ্রভাত কেন অপসংস্কৃতি

অনেক বুদ্ধিজীবী যেমন আহমদ শরীফ মনে করতেন অপসংস্কৃতি বইলা কিছু নাই। সেইটা কেউ এমনও মনে করতে পারে যে আহমদ শরীফ বইলাই কিছু নাই।

সংস্কৃতি বইলা যেমন কিছু আছে, তার অপঃ যেমন হইতে পারে, তেমনি অপসংস্কৃতিও আছে।

আমাদের এইখানে অপসংস্কৃতি এত বেশি কইরা আছে যে অপসংস্কৃতিরেই সংস্কৃতি ঠাহর হয়।

এক সংস্কৃতি যখন অন্য সংস্কৃতির ওপর চড়াও হয় তখন সেইটা অপসংস্কৃতি।

যেমন উর্দু যারা বলেন তাদের জন্যে এইটা ভাষা-সংস্কৃতি হিসাবে সুন্দর। কিন্তু বাংলার ওপর চাপাইয়া দিলে উর্দু অপসংস্কৃতি। আবার অন্য ভাষাভাষীদের ওপর বাংলা চাপাইলে তখন বাংলাই অপসংস্কৃতি।

সেইটা যারা অন্য ভাষার লোকে স্বেচ্ছায় বাংলা বলেন, আয় রোজগারের কারণে বলেন আর যে কারণেই বলেন, তাদের জন্যেও এইটা অপসংস্কৃতিই।

ভাষার মধ্য দিয়া সবচাইতে বেশি সংস্কৃতি চাপাইতে সক্ষম হয় আধিপত্যবাদী জাতিগোষ্ঠী।

যখন শক্তিশালী সংস্কৃতি দুর্বল সংস্কৃতির বিকল্প হিসাবে ব্যবহৃত হয় তখন তা অপসংস্কৃতি।

যেমন ওয়েস্টে “গুড মর্নিং” একটা সুন্দর কালচার। গুড মর্নিং লেনদেনের মাধ্যমে ভোরের আবহ ও পবিত্রতাকে নিজেদের সঙ্গে মিশাইয়া নিতে চায় আপামর পশ্চিমা জনসাধারণ।

আপনারা তা দেইখা এইটা আমদানি করলেন নিজের সংস্কৃতিতে। সকালে এখন আপনারা “সুপ্রভাত” বা “শুভ সকাল” বলেন। আগে সকাল হইলে এই রকম কিছু বলতে হইত না কিন্তু এখন বলেন।

এই যে নব চর্চিত “গুড মর্নিং” এইটা আপনাদের অপসংস্কৃতি।

কারণ “গুড মর্নিং”টি আপনাদের সংস্কৃতির ওপর চড়াও হইছে। “গুড মর্নিং” পদ হিসাবে তো বটেই, অধিকন্তু “সুপ্রভাত” বা “শুভ সকাল” হিসাবে।

আপনি সকালে গুড মর্নিং বা শুভ সকাল ইত্যাদি কিছু না বইলাই যে অন্যের সঙ্গে নিযুক্ত হইতে পারতেন, তাই ছিল আপনার সংস্কৃতি।

যা এখনও গ্রামেগঞ্জে চালু আছে।

তার বদলে এখন যখন আপনি গুডমর্নিং মারান তখন আপনি অপসংস্কৃতিকে গ্রহণ তো করছেন করছেনই, তা নির্দোষ হিসাবে ছড়াইতেও আছেন। আপনি গুড মর্নিং কালচারের মিশনারি। আপনি অন্যকে অপসংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতেছেন।

তবে গুড মর্নিং যতটা অপসংস্কৃতি সুপ্রভাত বা শুভসকাল তার চাইতে বড় অপসংস্কৃতি।

“গুড মর্নিং”-এর অপসাংস্কৃতিক চিহ্নটা যেহেতু মোটা দাগের ও স্পষ্ট তাই তা গ্রহণ না করার স্বাধীনতা ও সাবধানতা সকলে অবলম্বন করতে পারে।

কিন্তু যখন সুপ্রভাত বা শুভ সকাল বলতেছেন তখন গাধার দল আর বুঝতেও পারতেছে না আপনার মিশন কী প্রকারে তাদের সংস্কৃতিকে উচ্ছেদ করতে তথা গোয়া মারতে থাকতেছে।

১৩/৩/২০২১

Leave a Reply