বিএনপির প্রতি আপৎকালীন সময়ের জন্যে একটি জনগণতান্ত্রিক পরামর্শ

ভাই বিএনপি, তুমি তোমার দলে এখন গণতন্ত্রের চর্চা শুরু করতে পারো।

ক্ষমতায় থাকবার কালে তো এই জিনিস তুমি করবা না, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিও করবে না।

এক্ষণে যখন তুমি ক্ষমতায় নাই, এমনকি ক্ষমতার বারান্দা বা খোয়াড়েও নাই — এই হইতেছে সেই টাইম তুমি তোমার দলে গণতন্ত্র অনুশীলন শুরু করো!

দলের সভ্যদের সঙ্গে বাংলাদেশের দলীয় চর্চার বাপের বাড়ির জমিদারি বাদ দিয়া গণতান্ত্রিক আচরণ শুরু করো।

এই বিনামূল্য অনুশীলন তোমারে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নিয়ম-কানুনের দল হিসাবে শিক্ষামূলক অবস্থানে নিয়া যাইতে পারবে। বলা যায় না, কলিকাল যেহেতু, তোমারে ঈর্ষা কইরা ক্ষমতাসীন আওয়ামী লীগও গণতন্ত্রের চর্চা — দেশে নয়, দলে — শুরু করতে পারে।

আর যদি ক্ষমতায় আসতো পারো? হা হা! তখন তো তোমার দুই কানে আল্লা মোহর মাইরা দিবে। আমার কথা কি তুমি শুনবা নাকি তখন।

বেলা বয়ে যায়, গণতন্ত্র শুরু করো দলে!

১৫/১/২০১৪

Flag Counter

Leave a Reply