ধর্মব্যবসা খারাপ কেন? ধর্ম নিয়া ব্যবসা করলে গায়ে লাগতে পারে ধর্মান্ধদের–সেক্যুলারদের কেন লাগে! ভণ্ডামি বইলা? ধর্ম ব্যবসায়ী তো ব্যবসায়ী মাত্র–যে কোনো কিছুই তার ব্যবসার কাঁচামাল। ধর্মব্যবসায়ীর ধর্মের কাহিনী আর সেক্যুলারের ধর্মবেদনা একরূপ ভণ্ডামি। তবে ভণ্ডামি দোষের না। যিনি ধর্মাচারি নন তার ক্ষেত্রে মিথ্যা কথা, মিথ্যা আচরণ স্বাধীনতার নামান্তর।
যেহেতু একই সমাজে ধার্মিক, নাস্তিক, ধর্মব্যবসায়ী তিনেরই সহবাস–একে অন্যকে ব্যবহার করে, করতেই পারে। ভণ্ডামির প্রশ্নে আপত্তি তোলার যোগ্যতা কেবল ধার্মিকের। এক ধার্মিকের সহিত অন্য ধার্মিকের।
মুফতি ফজলুল হক আমিনীর ‘ভণ্ডামি’ নিয়া আপত্তি বাংলার ধার্মিক মুসলমানরা করতেই পারে, কিন্তু সে আপত্তি যখন সেক্যুলার করে তখন তা সেক্যুলারের ধর্মব্যবসা। বাট, ইটস ওকে!
১৩/১২/২০১২