‘গছ’ অথবা ভাষার শুদ্ধ অশুদ্ধ হয় না

শুদ্ধ ভাষা কী জিনিস! ভাষার শুদ্ধ অশুদ্ধ হয় না। ভাষা ভাষাই।

‘গাছ’ না বইলা কেউ যখন ‘গছ’ বলে বা লেখে ওইটাও ভাষায় সম্ভব বা উপস্থিত একটা শব্দই। ওই ‘গছ’ বলাটা ‘গাছ’ বলতে না পারা বা অন্য অনুষঙ্গ বোঝাইতে পারে।

‘গাছ’ দিয়া আপনি ‘গছ’ বোঝাইতে পারতেছেন না। ভাষায় সম্ভবপর সব শব্দ বা বাক্যই ভাষার শব্দ বা বাক্য। তার শুদ্ধ অশুদ্ধের আড়তদারি চলে না।

পুকুরে জাল ফেইলা পাঁচটা পুঁটি মাছ ধইরা আপনি বলতে পারেন না এই হচ্ছে শুদ্ধ শব্দ। বাকি যা ধরা পড়ে নাই অরা অশুদ্ধ।

Leave a Reply