যখনই আপনি বলতেছেন “মুসলমান না, প্যালেস্টাইনে মানুষ মরতেছে” সঙ্গে সঙ্গে আপনি জ্ঞানে-অজ্ঞানে ইহুদিবাদী ইজরাইল রাষ্ট্রের দালালে পরিণত হইতেছেন!
আপনি ইহুদিবাদী রাষ্ট্রের ইহুদি আক্রমণরে সেক্যুলার আবরণে ঢাইকা ফেলতেছেন।
এবং খুবই হাস্যকর, যে, গাজায় থাকা খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আপনি আপনার দালালিতে ব্যবহার করেন। কই, তখন তো গাজায় বসবাসকারী ‘মানুষ’-এ আপনার আর কুলাইতেছে না! আপনি তো তখন ‘খ্রীষ্টান’রাও মরে—এই কথা বলতে পারতেছেন। তাইলে মুসলমানদের কেন ‘মানুষ’ হইতে হবে?
২.
দালালরা এই রকম করতেই পারে। দালালদের, মূল কাজ, নিজের ও অন্যের পরিচয় লুকাইয়া ফেলা।
২৭/৭/২০১৪