নারীর পুরুষতন্ত্র

প্রায়শই, নারীবাদ হচ্ছে মাস্তানি। কারেক্টনেসের মাস্তানি। লিগ্যাল ও নৈতিক মাস্তানি। বৃহৎ দুর্বলরে ব্যবহার কইরা গুটিকয়ের শক্তির দম্ভ। ও বর্ণবাদী আচরণ।

পুরুষতন্ত্ররে নারীদের মাধ্যমে টিকাইয়া রাখার শেষ চেষ্টা নারীবাদ। আইনরে প্রায় শালিসীতে পরিণত করে নারীবাদ।

নারী দুর্বল—এই ‘মহৎ’ ধারণার অতি প্রচার না থাকলে নারীবাদের খেইলও নাই। পুরুষ হইয়া ওঠা ছাড়া নারীবাদের অন্য গন্তব্য আছে কি? কী সেইটা?

১২/৬/২০১৫

Leave a Reply