গরিবের উন্নতি ঘটানোর সাহিত্য যে কারণে মন্দ সাহিত্য সে একই ভাবে নারীর উন্নয়নে আকুল সাহিত্যও বাজে সাহিত্য। উদ্দেশ্যমূলক সাহিত্য যতটা সমাজতাত্ত্বিক অনুশীলন ততটা সাহিত্যিক পদার্থ হয় না।
যে কেউ সাহিত্যে নারীর ক্ষমতা প্রতিষ্ঠা করতেই পারে বা নারীকে সমান মর্যাদায় তুইলা ধরতেই পারে কিন্তু তা সাহিত্যের কাজ না। সাহিত্য সমাজতত্ত্ব নয়, যদিও সাহিত্যের সমাজতত্ত্ব আছে।
হে এনজিও করা সাহিত্যিকবৃন্দ—সকলকে বলতেছি না—টাকা, জিপগাড়ি কামানোর পাশাপাশি একই রাস্তায় সাহিত্য কামাইতে চাইলে আপনি ভুল কইরা ফেলছেন। নারী বা গরিবের ক্ষুণ্নিবৃত্তি বা মর্যাদা সাহিত্যের উপলক্ষ্য বা লক্ষ্য নয়।
উন্নয়ন সাহিত্য বা ডেভেলাপমেন্ট আর্ট এনজিও জমানার সাহিত্যবিরোধী বাস্তবতা। এর থেকে সাবধান থাকেন।
আবার শুরু করেন।
২৪/৪/২০১৪