পাকিস্তানের প্রতি যৌক্তিক ঘৃণা ও তার বিরতি!

 

পাকিস্তানিদের গালাগালি করার ও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করার যথেষ্ট কারণই আমাদের, বাংলাদেশীদের, আছে।

আশ্চর্য ব্যাপার, ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার ব্যাপারে’ ও ‘সেই খেলা দেখার ব্যাপারে’ আমাদের জাতিগত সেই ‘ঘৃণা’র কোনো উপস্থিতি নাই। যেই ঘৃণা থাকলে কারো সঙ্গে খেলায় অংশগ্রহণ করা যায় না, বা তার খেলা দেখা যায় না। বলতেই হবে জাতিঘৃণা এইখানে সাময়িক বিরতি লয়। কেন?

ব্যক্তিগত ভাবে আমি ঘৃণা প্রকাশে বিশ্বাসী না। কিন্তু আমি বিশ্বাস না করলেই অন্যদের ঘৃণা করবার স্বাধীনতায় আপত্তি করতে চাই না।

তো আপনারা তাইলে ঘৃণা বাদ দিয়া বাদবাকি দিনগুলাতেও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবেনই? ওই খেলা আবার দেখবেনও! আশ্চর্য।

২০১৬/৩/৩

Leave a Reply