বাসের নাম দোলনচাঁপা রাখাটা খারাপ হইছে।
এই নামের কারণে জেন্ডার ডিসক্রিমিনেশন ঘটবে নারী যাত্রীদের।
নারীভাবাপন্ন নাম রাখা হইছে বাসের, বিশেষত রবীন্দ্র পুরুষতান্ত্রিকতা যেভাবে ফুলের সঙ্গে মিলাইয়া নারীদের প্রদর্শনের জিনিস বানায়।
যেন এই বাসের নারীগুলি দোলনচাঁপা, বাকি কিছু নারী অন্য বাসে ওরা কামিনী, অন্য কোনো বাসে শিউলী, সব ফুলদল, হাঃ হাঃ!
নামটা পুরুষদের জন্যে রাখা। বাবু রবীন্দ্রনাথের পছন্দের হইতে পারে এই নাম। তাতে পুরুষতন্ত্রের অভিযোগ কাটে না।
পুরুষতান্ত্রিকতা কেবল মেয়েদের নির্যাতন করলে বা পিটাইলেই হয় না। নারীর রক্ষায়, নারীর উদযাপনে তা ঘটে।
নাম রাখার কারণে ফুলের রূপকে নারী যাত্রীদের মানহানি ঘটতেছে প্রতিদিন।
এই নাম বদলানো হউক!