বেটা সত্যজিৎ

সত্যজিৎ রায়ের অতি বেটা পার্সোনালিটিরে লোকে তার জিনিয়াসের লক্ষণ বইলা মনে করে।

খুব গম্ভীর, হাসে না, ধীরে হাঁটে—এইসব।

ফিল্মে এবং সাহিত্যে বাংলার আদি জমিদারি পার্সোনালিটির এই যারপরনাই গ্রহণযোগ্যতা কেন?

বাংলার সাহিত্য-শিল্প কি এই জলদগম্ভীর ভাবের কাছে বর্গা দেওয়া আছে?

এই যে বঙ্কিম, রবীন্দ্রনাথ, সত্যজিৎ—আমার প্রশ্ন হইল এই ধরনের গোমড়া ডাকসাইটে পার্সোনালিটির প্রতি নারী পাঠিকাদের মনোনিবেশের কারণ নাইলে বুঝলাম, দেহকাঠামোর প্রতি যৌন ভাবাবেশ।

হোয়াই ছেলেদের এই সমস্যা!

শিবপূজাই বা পুরুষ লিঙ্গের প্রতি সমর্পণই কি বাংলার শিল্প-সাহিত্যের গন্তব্য?

৯ এপ্রিল ২০১৬

Leave a Reply