সমাজে অপরাধের দায় প্রশাসনের।
প্রশাসনকে চাপে রাখার দায় সকলের। আলাদা ভাবে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীর নয়।
শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা যে সমাজের মা-বাপ হিসাবে এই দায়িত্ব কান্ধে তুইলা নিছেন এইটা সমাজের ইনেকটিভিটি বা স্থবিরতার লক্ষণ।
সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্যে রাজনীতিবিদরা আছেন।
সমাজের অবিচারেরও দায়ভার প্রথমত তাদের উপরে বর্তায়।
শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের কারণে দেশে সঠিক রাজনীতির চর্চা গইড়া উঠতে পারে নাই।
যতদিন রাজনীতিবিদরা শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের হাতার তলে দৌড়াদৌড়ি করবেন ততদিন এই দেশে রাজনীতিবিদদের কর্তব্য স্পষ্ট হইয়া উঠবে না।
২৭/১০/২০১৬