যে কারণে আমার বি-দেশপ্রেম আপনার দেশপ্রেমের চাইতে ভালো

সাধারণত দেশপ্রেমিকরা দেশরে ক্ষুদ্র, নারী, ভালনারেবল, হীন হিসাবে দেখান। দেশের সমস্যায় নিজেরে প্রেমিকের জায়গায় উপস্থিত করেন। তাই যে কোনো দেশপ্রেমিক—তিনি যদি নারীও হন—তিনি পুরুষতান্ত্রিক। দেশ আপনার প্রেমের অপেক্ষায় বইস্সা নাই।

যুদ্ধ আগাইয়া আসলে যে ঝাপাইয়া পড়েন আপনারা ওইটা আত্মরক্ষার সমষ্টিচেতনা, দেশপ্রেম না।

অন্য দেশরে প্রেম করতে পারেন। যেমন আমি আমেরিকা-প্রেমিক। আমেরিকার অনেক কিছুই আমার ভালো লাগে। আমার এই প্রেম আমেরিকারে ক্ষুদ্র, নারী, ভালনারেবল বা হীন করে না। তাই আমার আমেরিকা প্রেম আপনার বাংলাদেশ প্রেমের চাইতে স্বাভাবিক, বেটার ও মানবিক।

আমেরিকান সাম্রাজ্যবাদ বা ভিন্ন রাষ্ট্রগুলিতে আগ্রাসনের প্রতি আমার বিরোধিতার কারণে আমেরিকা প্রেম আটকায় না।

১৮/৯/২০১৫

Leave a Reply