
হামিদ মীরের গোলাম আযম প্রীতিতে দেখলাম লোকে প্রথম আলো আর মতিউর রহমানরে বেশ অভিসম্পাৎ দিতাছে। হামিদ মীর প্রথম আলোর স্বার্থ জলাঞ্জলি দিয়া গোলাম আযমের সাফাই গাইছেন। এর পরেও প্রথম আলো চাইলে তাঁর লেখা ভবিষ্যতে ছাপতে পারে।
যেমন গোলাম আযমের লগে বইসা ফটো সেশন করার পরেও বিবিধ রাজনৈতিক নেতানেত্রীদের লেখালেখি প্রথম আলো ছাপতেই পারে।
হামিদের দোষে প্রথম আলো দুষ্ট নয়।
গণতন্ত্রের চর্চা এমনই যে যা সত্য, যা সকলের স্বার্থে তার বিরুদ্ধেও কথা বলতে পারে মানুষ। হামিদ মীরের গোষ্ঠীর পিণ্ডি চটকাইতেছেন যারা তাদের এই বেদনা কি ভূপেন হাজারিকার বিজেপিপ্রেমের বেদনা থিকা কম না বেশি, হে নীতিসচেতন প্রগতিশীল ভ্রাতাভগ্নিগণ?
১/৮/১৩