হোয়াই বিজ্ঞান-ধর্ম থিকা অন্য ধর্মগুলা বেটার

বিজ্ঞানের বই নামক ধর্মগ্রন্থগুলারেই কেবল ধর্ম বলতেছি না। বিজ্ঞানের অবয়ব আরো বৃহৎ।

সভ্য বিজ্ঞানমনষ্ক বান্দারাও এর অঙ্গ।

যখন একজন খ্রিস্টান মতাবলম্বীরে ইসলাম মতাবলম্বী ধর্মের পথে আনতে যায় তখন যা ঘটে একই কাণ্ড ঘটে বিজ্ঞান ধর্ম অনুসারী বান্দা যখন ভিন্ন ধর্মানুসারীরে বিজ্ঞান মানতে বাধ্য করে।

বিজ্ঞান সমাজে ও সভ্যতায় ধর্ম হিসাবে যেভাবে অন্য ধর্মগুলির সঙ্গে পাল্লা দিয়া সত্য, প্রকরণ, বাস্তবতা ও পরকালের ধারণা তৈয়ার করতেছে সবটাই ধর্ম।

কেবল ধর্মগ্রন্থ ভিত্তি কইরা ধর্ম প্রভাব বিস্তার করে না। বরং যারা প্রভাব করতে চায় ধর্মগ্রন্থরে তারা ব্যবহার করে, সেইটা সায়েন্সের অবতার আর অনুসারীরাও করে।

সত্যের মডেল নির্মাণই ধর্মের কাজ, সেইটা ধর্ম হিসাবে সায়েন্স করতেছেই তো।

যত সুনিশ্চিত ভাবে তা করতেছে ততই তা ধর্ম হিসাবে গভীর ও প্রভাববিস্তারি হইয়া উঠতেছে।

বরং বিজ্ঞান ভিন্ন অন্য ধর্মগুলা এই অর্থে বেটার যে সত্য বা নিশ্চয়তার ভিত্তি তাদের আর অত মজবুত নাই।

ফলে মানুষের কৃত্য বিবেচনার ক্ষেত্রে সেগুলার অভিমুখ, লক্ষ্য ও কার্যক্রম বিজ্ঞান ধর্ম থিকা ফার মোর বেটার।

বাস্তবতারে পাত্তা না দিয়া দুনিয়ায় বসবাস করা—মানুষ হিসাবে এই সিদ্ধান্তের মূল্য অপরিসীম।

৬/২/২০১৪

Leave a Reply