সোসাইটি যে রকম আছে তার আলোকে আপনি যতই সৃজনশীল উৎপাদন, সম্বর্ধনা, পুরস্কার, প্রতিবাদ, অনুষ্ঠান, উদ্বোধন ইত্যাদি করতে থাকেন যেই সমাজ সেই সমাজই থাকতে থাকবে।
দরকার তেমন ক্রিয়েটিভ রাজনীতিকদের— নট বুদ্ধিজীবী— যারা সমাজরে তাদের অ্যাকশন এবং চিন্তা দিয়া ঘোল খাওয়াইতে পারবে।
তাতে সমাজ শুইয়া পড়বে। সমাজের সেই হুইয়া পড়াই সমাজের দাঁড়ানো। নাইলে কম জানা শিল্পীসমাজ সমাজ খাড়া করবে কী, নিজেরাই তো ধর্মঘটের মত বইসা আছে সমাজের পায়ের তলায়। হেল্পের আশায়।
ওদেরকে সরকার অনুদান দিয়া মিডল ক্লাস হিসাবে টিকা থাকতে সাহায্য করবে। নাইলে বলেন, শিল্পী-সাহিত্যিকদের গরিব হওয়া মানায় নাকি? গরিব তো এমনিতেই, আছেই। যারা গরিব অরাই গরিব থাকুক।
মিডল ক্লাস থাকুক দুধে-ভাতে-অনুদানে। সে ফিল্ম কইরাই হউক, কিংবা কবিতা লেইখা বা গান গাইয়া।
আর্টিস্টের গরিব হইলে চলবে না তার হইতে হবে সদাই মিডল ক্লাস!
২১/১১/২০১৪