আমার ধারণা মধ্যবিত্ত যত এরশাদ বিরোধী গরিব জনসাধারণ তেমন নন। পল্লীবন্ধু এরশাদ কেন নগরবন্ধু হইতে পারলেন না তা ভাবছেন কখনো?
এরশাদের লাম্পট্য কি তার কারণ?
মধ্যবিত্ত কবি-সাহিত্যিক-শিল্পী সমাজের মা বোন ভাবি বান্ধবীরা এরশাদের হাত থিকা নিরাপদ নন এমন কোনো সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কারণে এরশাদ নিয়া হৃদয়ের অন্তস্থল থিকা মধ্যবিত্তের ঘৃণা উইঠা আসে নাই তো?
এবং দেখেন কবি-সাহিত্যিক-শিল্পীরা এরশাদরে নিয়া ব্যাপক সোচ্চার আছিলেন।
শিল্পী কামরুল হাসান তারে ঘোষণা করলেন বিশ্ববেহায়া নামে। ‘বেহায়া’ শব্দটির সঙ্গে নিলাজ যৌনকাতরের প্রতি করুণামিশ্রিত ঘৃণা আছে আছে লাগে।
এরশাদ কি এমন একটা কিছুতে ভাগ বসাইছিলেন যা ওই বেহায়াটির ভাগে পাওয়ার কথা না।
কেবল ক্ষমতা দখলের কারণে ‘বেহায়া’ শব্দ লাগসই হয় না। নিশ্চয়ই অভাগা মিডল ক্লাসের কিছু একটা সমস্যা ঘটাইছিলেন এরশাদ সেই তামা তামা আমলে।
কী সেইটা?