আপনারা হিরো আলম হইতে চান না। বরং আমারে হিরো আলম বানাইতে চান।
কারণ হিরো আলমরে আপনারা যে নিজেদের মধ্যবিত্ত সমাজে নিবেন না তা ঠিকঠাক হইয়া আছে।
সে ক্লাসলেস। মানে মিডল ক্লাস হইতে পারে নাই সে।
চেষ্টা কইরা যাইতেছে। কিন্তু আপনারা যে তারে নিবেন না তা সে বুঝতে পারতেছে না!
তার এই না বোঝা লইয়াও আপনাদের মজা।
ওই একই জায়গা থিকা আমি যদি হিরো আলম হই, আমারেও নিতে হইতেছে না আর আপনাদের!
২.
যেহেতু আমি জন্ম ও আত্মীয়তা ও বন্ধুত্বের সূত্রে মিডল ক্লাস তাই আমারে চাইলেই যে বাইর করা যাইতেছে তা না। তাই হিরো আলমের ভূমিকা আমারে প্রস্তাব করা।
যেন আমিও ক্লাসলেস।
না, বোকা মিডল ক্লাস, আমি মিডল ক্লাস হইতে তৎপর হিরো আলম হইতে চাই না। তাই আমারে ক্লাসলেস বলা অর্থহীন। ক্লাসের আগ্রহ আমার নাই।
আপনাদের এই ক্লাসের দৌড় আমার জানা আছে, যা হিরো আলম জানে না। যেহেতু সে আপনাদের ফেলে আসা ভাইটি। যে কিনা কালচারাল স্ট্রাগলের মধ্য দিয়া ক্লাস স্ট্রাগল জারি রাখতেছে।
কিন্তু সে যা হইতে চায় তার অন্তঃসারশূন্যতা সে জানে না। যেমন আপনারা মিডল ক্লাসরাও তা জানেন না।
এইখানে আপনারা হিরো আলম বটেন।
৩.
আমি মিডল ক্লাসরে কনভার্ট করতে আগ্রহী। যে কারণে আমি মিডল ক্লাসই থাকতে থাকি।
তাই আমারে হিরো আলম বানাইয়া বুদ্ধিজীবী সমাজ থিকা বাইর করার চেষ্টা কাজ করবে না।
হিরো আলমের আপনাদের অর্থাৎ মিডল ক্লাসের ব্যাপারে কোনো সমালোচনা বা নিন্দা নাই। দেখাইতে পারবেন না কোনো নিন্দা বা সমালোচনা তার? সে আপনাদের এই আধা বুদ্ধিমান আধা আবেগী বাঙালী নান্দনিকতারে পছন্দই করে। আমি তাই হিরো আলম হইতে চাই না।
আমার সমালোচনা ও নিন্দা আপনাদেরকে অস্তিত্বহীন বা বোকাচোদা বা কর্তব্যহীন জড়বস্তুতে রূপান্তরিত করে। তাই আমারে বাইর করতে চাইয়া মূলত আমার থিকা আপনারা বাইর হইতে চেষ্টা করেন।
সে কি হয়? হয় না।
৪.
আপনাদের ভুল হইতেছে, আপনাদের সাধের মিডল ক্লাস ব্যবস্থা থিকা আমারে বরখাস্ত করতে চান যেভাবে হিরো আলমরে ঢুকতে দিতে চান না সেই একই পদ্ধতিতে।
এই চাহিদা বা আগ্রহ বোঝায়, আমারে মিডল ক্লাস বুদ্ধিজীবী অবস্থান থিকা বাইর কইরা দিতে যে পারবেন তার নিশ্চয়তা আপনাদের আসলেই নাই।
৫.
আমি যে খালি আপনাদের থিকা বেশি জানি তাই না, বরং কী আপনাদের জানতে হবে তাও ঠিক কইরা দেই। এবং এইটা আপনারা জানেন।
আমি আইডিয়া ও তার প্রয়োগ ক্ষেত্র তৈরি কইরা দেই। যেইটা দিয়া মিডল ক্লাস থিকা আমি নিজে খালি বাইর হবো তা না, বরং আপনাদেরকেও আপনাদের খাঁচা থিকা মুক্ত কইরা দিবো।
তাই হিরো আলমের সঙ্গে তুলনার মাধ্যমে, যে কিনা মিডল ক্লাস হইতে তৎপর, যাকে আপনারা মিডল ক্লাসে ঢুকতে দিতেছেন না, আমার থিকা নিরাপদ ও শান্তিময় থাকতে পারবেন না আপনারা।
আরো পড়ুন: ভিন্ন ভিন্ন উপন্যাসে একই চরিত্র থাকার হুমায়ূন সমস্যা
এইটা, আমারে হিরো আলম বানানোর সুবিধা, আপনারা যারা একটু গবেট কিসিমের গণ্ড আছেন তারাই যে চান তা না, এমনকি আপনাদের মধ্যে যারা বুদ্ধিজীবী টাইপের গাধা তারাও এইটাই চায়।
এর দ্বারা নির্ধারিত হইয়া যায় আপনারা কী আসনে নিজেদের দেখতে চান।
এই মিডল ক্লাস স্থিতাবস্থাই আপনারা। বাইরের বইপত্র পইড়া আর টার্ম কপচাইয়া তার সমাধা হবে না।
ঢাকা, ৮/৫/২০২১